ড. শাহনাজ আরেফিন, এনডিসি
সিনিয়র সচিব
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
যোগদানের তারিখ : ৩১ অক্টোবর, ২০২১
ফোন নম্বর : +৮৮০ ২ ৫৫০০৭৩৭৩
ফ্যাক্স নম্বর : +৮৮০ ২ ৫৫০০৭৩৭৫
ইমেইল ঠিকানা : secy@sid.gov.bd
ড. শাহনাজ আরেফিন, এনডিসি ২০২১ সালের অক্টোবরে সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন। ইতিপূর্বে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। ১৯৯১ সনে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি মাঠ প্রশাসনসহ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পরিসরে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করেছেন। এছাড়া সরকারের বাইরেও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
তিনি সার্কভুক্ত দেশসমূহে নারী ও শিশুদের সার্বিক কল্যাণ বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ, নীতি প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করেছেন। এছাড়াও ড. শাহনাজ পরিবেশ আইন ও নীতি নির্ধারণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষ করে ‘কপ’এ অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে কাজ করেছেন।
তিনি শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এম. ফিল ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ২০০০ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ও ২০১৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। সর্বশেষ, ২০১৮ সালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি ডিগ্রী অর্জন করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ বিভিন্ন স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।